উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেট ইনস্টলে সমস্যা
গত ১৭ অক্টোবর উইন্ডোজ এর নতুন ভার্সন উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেট নিয়ে এসেছে মাইক্রোসফট। যাতে ব্যবহৃত হয়েছে মিক্সড রিয়েলিটি, ওয়ান ড্রাইভ ইন্টিগ্রেশন সহ আকর্ষনীয় অনেক ফিচার।
তবে নতুন খবর হল অনেকেই ‘উইন্ডোজ ১০’ এর এই নতুন ভার্সনটি আপডেট দিতে পারছেন না। তারা এই ব্যাপারে অভিযোগও পেশ করেছেন মাইক্রোসফটে।
উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেট ডাউনলোড
ধারণা করা হচ্ছে, সমস্যাটির কারণ হতে পারে তাদের পিসির মাদারবোর্ড এবং এসএসডি স্টোরেজে। কেননা দেখা গেছে, যারাই এ ব্যাপারে অভিযোগ করেছে তাদের অধিকাংশের পিসিতেই X299 মাদারবোর্ড এবং NVMe (Non-Volatile Memory Express) এসএসডি স্টোরেজ ব্যবহৃত হয়েছে।
২০১৬ সালে ‘উইন্ডোজ ১০’ বের হওয়ার পরও এমনি কিছু সমস্যা দেখা দিয়েছিল। তখনো X299 মাদারবোর্ড ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হন। তাই অনেকেই মনে করছেন মূল সমস্যা X299 মাদারবোর্ড এ। X299 মাদারবোর্ড তৈরীর জন্য বিখ্যাত হল স্বনামধন্য ‘আসুস’ কোম্পানি।
তাই বলে এটাও বলা যাচ্ছেনা যে, আসুস কোম্পানির মাদারবোর্ডেই হল মূল সমস্যা। কেননা এমএসআই এবং গিগাবাইট মাদারবোর্ড ব্যবহারকারীরাও এ ধরনের সমস্যায় পড়েছেন। যদিও এর সংখ্যা খুবই সামান্য।
এ ব্যাপারে মাইক্রোসফট থেকে বলা হয়,”
মাইক্রোসফট এ বিষয়ে সম্পূর্ণ অবগত। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের কাজ চলছে।“
তথ্যসূত্র: সিনেট (CNET)