আইফোন ৮ নিয়ে কম্পিউস্টার
দেশের বাজারে বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে আইফোন ৮। এর মাধ্যমে আইফোন ৮ বৈধ পথে দেশে পাওয়া যাবে।
দেশের বাজারে ফোনটি নিয়ে এসেছে আমাদের দেশের অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেরডের (সিপিএল)।
মঙ্গলবার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) এর কার্যালয়ে আইফোন ৮ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাকিবুল কবির।
এতে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভিমসারিয়া।
আগামী ২রা নভেম্বর থেকে দেশের বাজারে পাওয়া যাবে আইফোন ৮।
তবে এর আগে হুবুহু নকল আইফোন ৮ পাওয়া যাচ্ছে। এর ফলে ক্রেতারা হচ্ছে প্রতারিত। তিন রঙে দেশের বাজার পাওয়া যাবে ফোনটি।
আসল ফোন কিনা যাচাই করতে এই ওয়েবসাইটে সেটের আইএমইআই নম্বর দিয়ে।
সূত্র- টেকশহর