প্রতিবেদন

হোন্ডা থেকে পাঠাও চালু করলো গাড়ি সেবা

মোটরবাইক সেবাদাতা( রাইড শেয়ারিং) জনপ্রিয় অ্যাপ পাঠাও চালু করেছে গাড়ি সেবা। পাঠাও অ্যাপ থেকে এখন গাড়িও পাওয়া যাবে। 

আজ থেকে এই সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। পাঠাও এর অ্যাপের মাধ্যমে এই সেবা পাবে ব্যবহারকারীরা। এই সেবা নিতে হলে বেইস ৫০ টাকা, প্রতি কিলোমিটার ২০ টাকা ও প্রতি মিনিটে আড়াই টাকা ভাড়া গুনতে হবে।

পাঠাও তাদের এই সেবা ১০০ টি গাড়ি দিয়ে শুরু করছে। ঢাকায় এই সেবা আজ চালু হলেও চট্টগ্রামে ২০ অক্টোবর থেকেই এটি চালু করা হয়েছে।

পাঠাও মোটরবাইক সেবাটি অনেক জনপ্রিয়তা পেয়েছে জ্যামের শহর ঢাকাতে। মাত্র ১ বছরের মাথায় অ্যাপটি তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে। বর্তমানে পাঠাও এর মোটরবাইক রাইডারের সংখ্যা ১ হাজারে বেশি। এটি সফলভাবে এখনো সেবা দিয়ে যাচ্ছে। আশা করা যায় পাঠাও গাড়ি সেবাও অনেক জনপ্রিয়তা অর্জন করবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।