ওয়ালটন ডেক্সটপ, মনিটর, পেনড্রাইভ, রাউটার আসছে
দেশিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজার আনছে ডেক্সটপ, মনিটর, পেনড্রাইভ, মেমরি কার্ড এবং ওয়াইফাই রাউটার। বর্তমানে বাজারে মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, কিবোর্ড ও মাউস রয়েছে ওয়ালটনের।
ওয়ালটন তাদের নতুন পণ্যগুলো চলতি মাস থেকেই পাওয়া যাবে। ওয়ালটন প্রাথমিকভাবে দুটি মডেলের ডেক্সটপ পিসি আনছে বাজারে। এদের দাম হতে পারে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। ফলে গ্রাহকরা কম দামে পিসি কিনতে পারবে এবং প্রযুক্তিখাতে দেশের উন্নতি হবে।
তাছাড়া পেনড্রাইভ ও মাইক্রো এসডি কার্ডের ধারণক্ষমতা হবে সর্বোচ্চ ৬৪ জিবি। উচ্চগতির ওয়াইফাই রাইটারও পাওয়া যাবে।
আশা করা যায় কম দামে এইসকল জিনিস বাজারে পাওয়া যাবে এবং ব্যবহারকারী উপকৃত হবে। দেশে এইসকল পণ্যের ব্যবহার বৃদ্ধি করতেও সাহায্য করবে।