স্যামসাংয়ের প্রিন্টার ব্যবসা এইচপি

প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রিন্টার ব্যবসা কিনে নিলো মার্কিন প্রতিষ্ঠান এইচপি। এইচপি ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে এই অধিগ্রহণ করেছে। এর ফলে স্যামসাংয়ের ৬ হাজার ৫০০ বেশি প্রিন্টিং পেটেন্ট এবং ১ হাজার ৩০০ গবেষক ও প্রকৌশলীর মেধাসত্ত্বের পোর্টফলিও পাবে এইচপি।

এইচপি জানায়, এই অধিগ্রহণের ফলে তাদের পোর্টফোলিও আরও বাড়বে এবং মাল্টি-ফাংশান প্রিন্টার যা ব্যবহার করা সহজ কিন্তু কপিয়ারের মতোই উচ্চ ক্ষমতাসম্পন্ন তা দিয়ে ৫৫০০ কোটি মার্কিন ডলারের ‘এ৩’ কপিয়ার বাজারের ভাবমূর্তি বদলাতে সহায়তা করবে।

তাছাড়া এইচপিতে ১০ কোটি থেকে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে স্যামসাং।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

One thought on “স্যামসাংয়ের প্রিন্টার ব্যবসা এইচপি

  • নভেম্বর 6, 2017 at 12:51 পূর্বাহ্ন
    Permalink

    Amazing article!! Thank you for this nice one.

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।