হোয়াটসঅ্যাপে সাময়িক বিভ্রাট
ভারত ও অন্যান্য কিছু দেশে সাময়িক সময়ের জন্য ফেইসবুক মালিকানাধীন মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে বিঘ্ন ঘটে, শুক্রবার ফেইসবুক ও টুইটারে এ নিয়ে অভিযোগ তুলেছেন একাধিক ব্যবহারকারী।
একটি প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল ও রাশিয়া থেকে শুরু হয়ে ভিয়েতনাম আর মিয়ানমার পর্যন্ত দেশগুলোতে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানিয়ে সামাজিক মাধ্যমগুলোতে অভিযোগ করছেন। কেন এই সমস্যা হলো তা এখনও জানা যায়নি।
এ সময় ভারতে টুইটারের সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল ‘হোয়াটসঅ্যাপডাউন’। ভারত ছাড়াও, পাকিস্তান, ব্রিটেন, জার্মানি ও আরও অনেক দেশে এই সমস্যার বিষয়টি আলোচনায় উঠে আসে।
সামাজিক মাধ্যমগুলোতে অভিযোগ তোলার প্রায় ৩০ মিনিট পর অ্যাপটি আবারও কাজ করা শুরু করে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। চলতি বছর হোয়াটসঅ্যাপে আরও কয়েকবার এমন সমস্যা দেখা গেছে। এর মধ্যে মে মাসে কয়েকঘণ্টা ধরে এমন সমস্যা ছিল।
তথ্য সূত্রঃ “রয়টার্স”