কোয়ালকম কিনতে প্রস্তাব ব্রডকমের
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমকে কিনতে হাজার কোটি ডলারে প্রস্তাব করছে ব্রডকম। এটি নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। তবে এই চুক্তি হয়ে গেলে এটি হবে কোনো চিপ নির্মাতা প্রতিষ্ঠান কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি।
ব্রডকম ক্রয়চুক্তিতে প্রতিটি শেয়ার প্রায় ৭০ ডলার মূল্য হতে পারে। আর যদি এমন মূল্য হয় তবে কোয়ালকমের দাম হবে ১০ হাজার ৩২০ কোটি ডলার।
এই চুক্তির পর কোয়ালকমের শেয়ার মূল্য ১২.৭ শতাংশ বেড়েছে। আর ব্রডকমের শেয়ার মূল্য ৫.৫ শতাংশ বেড়ে যায়।
সূত্র- দ্যা ভার্জ