শাওমির নতুন ইউআই ৯ এ যা থাকছে
চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন ইউআই ৯ প্রকাশ করেছে। নতুন এই সংস্করণে যুক্ত হয়েছে অনেক নতুন ফিচার।
নতুন ইউআই ৯ এ সংস্করণে
- নোটিফিকেশন ফিল্টার,
- এমআই ক্লাউড অ্যালগোরিদম,
- মেসেজিং,
- স্প্লিট স্ক্রিন ও
- লকস্ক্রিন শর্টকাট
যুক্ত করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমের কাস্টমাইজড।
নতুন নোটিফিকেশন প্যানেলে দ্রুত রিপ্লাই করার সুবিধা যুক্ত করা হয়েছে এবং ব্যবহারকারীরা তা কাষ্টমাইজ করতে পারবে।
এমআই ড্রপ অ্যাপ থেকে ওয়াইফাই দিয়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল আদান-প্রদান করা যাবে।
নতুন আপডেটটি ব্যবহারকারীদের কাছে পৌঁছতে শুরু করেছে।
ফোনের সেটিংস থেকে আপডেট চেক করে দেখে নিন আসছে কিনা।