সর্বশেষ টেক নিউজ

ফুজিৎসুর শেয়ার কিনছে লেনেভো

১৯৩৫ সালের ২০-ই জুন প্রতিষ্ঠিত ফুজিৎসু বিশ্বের তৃতীয় সবচেয়ে পুরাতন কোম্পানি। এর মধ্যে ১ম পুরাতন আইটি কোম্পানি হলো আইবিএম এবং এর পর হিউলেট প্যাকার্ড কোম্পানি। ২০১৫ সালে জাপানের টোকিও শহরে ফুজিৎসু তাদের হেডকোয়ার্টার স্থাপন করে।

আর ১৯৮৪ সালের ১-ই নভেম্বর স্থাপিত লেনেভো একটি চীনা আইটি প্রতিষ্ঠান। যার হেডকোয়ার্টার চীন এর বেইজিং এ স্থাপিত।

পিসি বিক্রিতে লেনোভো ও ফুজিৎসু দুটিই পরিচিত ব্র্যান্ড। তবে বেশ কিছুদিন ধরেই পিসির বাজারে খারাপ অবস্থা চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। এ বছরের শুরুতেই বিশ্বের বৃহত্তম পিসি নির্মাতার শীর্ষস্থান দখল করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এইচপি। ওই স্থান ফিরে পেতে জাপানের ফুজিৎসু ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার কেনার চুক্তি করে ফেলেছে লেনোভো। এ জন্য ২৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার খরচ করছে লেনোভো।

জানা যায়,২০১৬ সালের অক্টোবর মাসে পিসি ব্যবসার ক্ষেত্রে পরস্পরের সহযোগিতার কথা জানিয়েছিল লেনোভো ও ফুজিৎসু।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।