ফেসবুক ও টুইটার নিষিদ্ধ হবে যক্তরাজ্য
সামাজিক মাধ্যমে শিশু নিপীড়ন ঠেকাতে ১৩ বছরের কমবয়সীদের ফেসবুক ও টুইটার ব্যবহার নিষিদ্ধ করবে যুক্তরাজ্য।
আজকের শিশুরাই আগামী তে বিশ্ব পরিচালনা করবে। শিশুদের মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে তার বেড়ে ঊঠার পরিবেশ টা ওতোপ্রতো ভাবে জড়িত।
সুস্থ সংস্কৃতির মাঝ দিয়ে বেড়ে উঠার মাধ্যমেই একটি শিশুর সুস্থ মস্তিষ্কের বিকাশ ঘটে।
এই লক্ষ্য কে সামনে রেখে যুক্তরাজ্যে এক নতুন আইন করা হবে বলে জানা যায়।
সামাজিক মাধ্যমে শিশু নিপীড়ন ঠেকাতে ১৩ বছরের কমবয়সীদের ফেসবুক ও টুইটার ব্যবহার নিষিদ্ধ করবে যুক্তরাজ্য। এ নিয়ে চলতি সপ্তাহের শেষে যুক্তরাজ্যের হাউস অফ লর্ডস-এ নতুন এক আইনের বিষয়ে আলোচনা করা হবে বলে জানা যায়।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইন্টারনেট জায়ান্টগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন,
“অনলাইন প্রযুক্তি খারাপ শিশু নিপীড়নমূলক কনটেন্টগুলো খুঁজে পাওয়া অনেক সহজ করে দিয়েছে’। এটি একদম জরুরী যে আমি সব ইন্টারনেট প্রতিষ্ঠানকে অনলাইনে শিশু যৌন নিপীড়িন ঠেকাতে আরও দ্রুত বেশি কিছু করার আহবান জানাই। আমাদের সব সক্ষমতা আর কারিগরি বিশেষজ্ঞদের এনে এই ভয়াবহ আক্রমণের স্রোত ঘুরানো উচিৎ। এটি আমাদের নৈতিক কর্তব্য।”
তথ্য সূত্রঃ- “The Daily Telegraph”