ব্রেকিং নিউজ ও এনভেলপ ফিচার ফেসবুকে
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যুক্ত করতে যাচ্ছে নতুন দুইটি ফিচার। ফিচারগুলো হলো রেড এনভেলপ এবং ব্রেকিং নিউজ। বর্তমানে এই দুইটি ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে।
রেড এনভেলপ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অর্থ পাঠাতে পারবে। তবে রেড এনভেলপের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। চলতি বছরের শুরুতে ফেইসবুক তাদের মেসেঞ্জার অ্যাপে গ্রুপ পেমেন্ট সুবিধা চালু করেছে। এর মাধ্যমে গ্রুপের সবাইকে বা একজনকে অর্থ পাঠানো যেত।
খবর প্রকাশকদের ব্রেকিং নিউজ ফিচার চালু করছে ফেইসবুক। এর ফলে তাদের খবর খুব সহজে ব্যবহারকারীরা পাবে।
ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, ব্রেকিং নিউজ ফিচারটি ভবিষ্যতে পরীক্ষা করা হবে। তবে রেড এনভেলপ ফিচারটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে এর সম্ভাবনা নাকচ করেনি।
নতুন ফিচারগুলো বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু আছে। তবে তা কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে তা জানা যায় নি।