দেশের বাজারে নকিয়া ২
এইচএমডি গ্লোবালের নতুন ফোন নকিয়া ২ দেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে। সাশ্রয়ী মূল্যে প্রথমবারের মতো দীর্ঘস্থায়ী ব্যাটারি সম্বলিত ফোরজি স্মার্টফোন নিয়ে এসেছে নকিয়া। আগামী ৯ নভেম্বর থেকে স্মার্টফোনটি কেনা যাবে।
ফোনটিতে থাকছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ১ জিবি র্যাম। এর ইন্টারনাল মেমরি ৮ জিবি। যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে ব্যবহার করা হয়েছে এন্ট্রি লেভেলের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।
ছবি তোলার জন্য পিছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য এতে ৪ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এর ফলে দুই দিন ফোনটিতে চার্জ থাকবে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭.১.১ নুগাট ব্যবহার করা হয়েছে।
এই ফোনটি কিনলে এয়ারটেল গ্রাহকরা পাবে ৩০০ মিনিট এবং ৯ জিবি ইন্টারনেট।
ফোনটি তিনটি রঙ পিউটার/ব্লাক, পিউটার/হোয়াইট এবং কপার/ব্লাক পাওয়া যাবে। এর দাম ৯ হাজার ৬০০ টাকা।