সর্বশেষ টেক নিউজ

ফেসবুক’র রেড এনভেলাপ

এবার টাকা পাঠানো ‌যাবে ফেসবুকের মাধ্যমেও। এমনই একটি ফিচার ‌যোগ করার চিন্তাভাবনা করা হচ্ছে বহুল জনপ্রিয় সাইটটি।

টাকা লেনদেনের জন্য ‘রেড এনভেলপ’ নামে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি জানা যায়, ব্যবহারকারীদের সুবিধার্থে ফেসবুক এই উদ্যেগ নিতে যাচ্ছে।

এটি চালু হলে ফেসবুকের মাধ্যমেও টাকা লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা। পরীক্ষামূলকভাবে ফেসবুক চালু করতে চলেছে এই ‘রেড এনভেলপ’।

তবে ‘রেড এনভেলপ’ কবে ‌যোগ করা হবে তা নিয়ে এখনো কিছু বলেনি ফেসবুক।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।