সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

ভুল জায়গায় ভুল মেসেজ?

জনপ্রিয় একটা অ্যাড ছিল একদা বাংলাদেশে। বাবু (একান্ত কেউ) কে মেসেজ করতে গিয়ে ভুলবশতঃ বাবা কে মেসেজ দিয়ে ফেলে।

তেমনি প্রিয়জনকে পাঠাতে গিয়ে ‘বস’কে অনেকেই পাঠিয়ে ফেলে রোমান্টিক মেসেজ। হোয়াটসঅ্যাপে এমন ভুল প্রায়ই হয়।

এই অস্বস্তি থেকে মুক্তি দিতেই হোয়াটসঅ্যাপে এসে গেল নতুন ফিচার। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও আইওএস ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।

ফিচারটির নাম ‘ডিলেট ফর এভরিওয়ান’। শর্ত হচ্ছে যিনি পাঠাচ্ছেন এবং যাঁকে পাঠাচ্ছেন, তাঁদের দু’জনের কাছেই থাকতে হবে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান। ব্যক্তিগত মেসেজ কিংবা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই ফিচার কাজ করবে।

ফিচারটি ব্যবহার করার জন্য যে কেউ সময় পাবে ঠিক সাত মিনিট। সাত মিনিটের মধ্যেই ভুল করে পাঠানো মেসেজটি ডিলিট করতে হবে। তার থেকে বেশি সময় পার হয়ে গেলে আর সেটি মুছা যাবে না। মেসেজ ডিলিট হয়ে গেলে ‘সেন্ডার’ ও ‘রিসিভার’ উভয়ের নিকটই একটি নোটিফিকেশন আসবে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।