২৮০ অক্ষরে টুইট
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আসছে পরিবর্তন। টুইটারে এখন থেকে ২৮০ অক্ষরে টুইট করা যাবে।
আগে টুইটারে টুইটের অক্ষর সীমা ছিল ১৪০। তা এখন দ্বিগুণ করা হয়েছে। টুইটারকে ব্যবহারকারীদের কাছে আরো জনপ্রিয় করতে এই ব্যবস্থা নিয়েছে টুইটার।
টুইটারে এক ঘোষণায় জানিয়েছে, ‘আমরা হরফ ব্যবহারের সীমা দ্বিগুণ করছি। আপনাদের ভাব প্রকাশকে আমরা আরও গতিশীল ও সহজ করতে চাই।’
টুইটার চালু হওয়ার পর এই প্রথম টুইটের অক্ষর সীমা বাড়ানো হয়েছে।