ক্যালকুলেটর আকৃতির স্মার্টফোন
অত্যাধুনিক প্রযুক্তির যুগে জাপানী প্রতিষ্ঠান নিচফোন নিয়ে এসেছে ক্যালকুলেটর আকৃতির স্মার্টফোন। আগের দিনের সাদামাটা স্মার্টফোনে ফিরিয়ে নিয়ে গেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই স্মার্টফোনের মডেল হলো নিচফোন এস। যার আকৃতি ক্রেডিট কার্ডের চেয়ে একটু বড়। এটি দিয়ে ফোন কল, মেসেজিং, গান শোনা যাবে। রেকডিং, ব্লুটুথ সুবিধা রয়েছে।
ফোনটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম জেলিবিন ৪.২ ভার্সনে। ছোটবেলায় ব্যবহার করা ক্যালকুলেটরের মত দেখতে স্মার্টফোনটি। স্মার্টফোনটির ভিডিওতে এর ডিসপ্লেতে একটি ঘড়ি ছাড়া আর কিছু দেখা যায়নি।
১০ই নভেম্বর স্মার্টফোনটি জাপানের বাজারে আসবে। ক্যালকুলেটর আকৃতির স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে ৯৫ ডলার বা ৭ হাজার ৯০০ টাকা।