ওয়ানপ্লাস ৫টি আসছে ২১ নভেম্বর
চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাজারে নিয়ে আসছে তাদের সবচেয়ে দামি ফোন। এর মডেল ফাইভটি। ফোনটি উন্মোচন করা হবে ১৬ নভেম্বর। আর বাজারে আসছে ২১ নভেম্বর।
নতুন অনেক ফিচার নিয়ে থাকছে ফোনটি। অনেক নতুন ও উন্নত ফিচার ও প্রযুক্তির সমাবেশ থাকছে ফোনটিতে।
ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি আমলেড ডিসপ্লে। এর রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে।
অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ৬ এবং ৮ জিবি র্যাম।
এতে ইন্টারনাল স্টোরেজ থাকছে যথাক্রমে ৬৪ এবং ১২৮ জিবি। এতে কোনো মেমরি কার্ড স্লট থাকছে না।
ছবি তোলার জন্য পিছনে থাকছে ২০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যবহারকারীরা অসাধারণ ছবি তুলতে পারবে এর মাধ্যমে।
অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৮ ওরিও থাকার কথাও শোনা যাচ্ছে।
ব্যবহার করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ৩ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
দ্রুত ফোন চার্জ দেওয়ার জন্য থাকছে ফাস্ট চার্জিং সুবিধা। ব্যবহারকারীর সুরক্ষার জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ওয়ানপ্লাস ফাইভটি কিনতে চার হাজার চীনা ইউয়ান লাগবে। যার বিনিময় মূল্য করলে দাঁড়ায় এটি কিনতে ৬০৩ ডলারের মতো খরচ করতে হবে।
এখন অপেক্ষা ১৬ নভেম্বরের। সকল তথ্য জানতে হলে চোখ রাখতে হবে তাদের ইভেন্টে।