উড়ন্ত গাড়ি নিয়ে উবার-নাসা’র চুক্তি
২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য অলিম্পিকের আগে উডুক্কু ট্যাক্সি সেবা চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে উবার।
২০২০ সালের মধ্যে উডুক্কু গাড়ি প্রকল্পে পরীক্ষা শুরুর আশা করছে নাসা। সম্প্রতি এই প্রকল্পের জন্য ট্রাফিক ব্যবস্থা বানাতে সহায়তার জন্য অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার-এর সঙ্গে চুক্তি করেছে নাসা।
পর্তুগালের রাজধানী লিসবনে ‘ওয়েব সামিট প্রযুক্তি’ সম্মেলনে উবার এর পক্ষ থেকে বলা হয়, তারা নাসার সঙ্গে ‘মনুষ্যহীন যান ব্যবস্থাপনা’র উন্নয়নে একটি চুক্তিতে সই করেছে।
এই প্রথমবারের মতো উক্ত চুক্তির মাধ্যমে মার্কিন সরকারের কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে চুক্তি করলো উবার। নাসা এই একই বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করছে বলে জানা যায়।
উবার-এর পক্ষ থেকে বলা হয়, তারা ২০২০ সালে অন্যান্য শহরের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসেও পরীক্ষা চালাবে।
https://facebook.com/story.php?story_fbid=1612266682143002&id=193742123995472
তথ্য সূত্রঃ- ‘The Verge‘