আইপ্যাডে আসছে নতুন চমক
অ্যামেরিকার টেকনোলোজি সংক্রান্ত নিউজ মাধ্যম “দা ভার্জ” এর একটি সংবাদ এর মাধ্যমে জানা যায় যে,
সম্প্রতি নতুন আইপ্যাড তৈরির লক্ষ্যে কাজ করছে অ্যাপল কোম্পানি। নিউজটিতে বলা হয়, আইফোন এক্স এর মতো হোম বাটন বাদ দিয়ে ফেইস আইডি আনা হতে পারে ডিভাইসটিতে।
জানা যায়, পূর্বের মতোই ১০.৫ ইঞ্চি পর্দা রাখা হবে নতুন আইপ্যাডে। ২০১৮ সালের শেষ ভাগে উন্মোচন করা হতে পারে ডিভাইসটি।
আইফোন এক্স এর মতোই টাচ আইডি হোম বাটন দেওয়া হবে আইপ্যাডে। ফলে ডিভাইসের নিচের বেজেল কমবে এবং সামনে প্রায় পুরোটা জুড়ে পর্দা রাখা হবে।
ধারণা করা হচ্ছে ২০১৮-এর আইপ্যাডে ওলেড পর্দা ব্যবহার করবে না অ্যাপল। আগের এলসিডি পর্দাই থাকছে এতে।
আইপ্যাডের অন্যান্য স্পেসিফিকেশন নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
একটি প্রতিবেদনে বলা হয়, নতুন আইপ্যাডটি উন্মোচন করতে এখনও প্রায় এক বছর লাগবে। তাই ২০১৮ সালের আগে এটি দেখা যাবে না।
তথ্য সূত্রঃ- “The Verge”