টুইটার এ ৫০ অক্ষরের ইউজারনেইম
সম্প্রতি টুইটার পোস্টে অক্ষরের সীমা বাড়িয়ে ২৮০ করার পর এবার ইউজারনেইমের অক্ষর সীমা ৫০-এ নিয়েছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘ নাম রয়েছে এমন ব্যক্তিরা এতে সুবিধা পাবেন বলে জানানো হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘দা ভার্জ’ এর একটি প্রতিবেদনে।
প্রতিবেদনে জানা যায়,শুধু দীর্ঘ ইউজার নাম নয় যেসব ব্যক্তি তাদের ইউজারনেইমে ইমোজি যোগ করতে তাদের জন্যও এটি সহায়ক হবে। ইউজারনেইমের অক্ষর সীমা ৫০-এ নেওয়ার পূর্বে ১৫ অক্ষর পর্যন্ত ইউজারনেইম ব্যবহার করা যেত মাইক্রোব্লগিং এই সাইটটিতে।
প্রতিষ্ঠানের নতুন এই উদ্যোগে কিছু গ্রাহক হয়তো লাভবান হবেন। কিন্তু ২৮০ অক্ষরের টুইট সীমা বাড়ানোর মতো ততো টা সাড়া ফেলবে না বলে ধারণা করেন প্রযুক্তি বিশ্লেষকগণ। প্রযুক্তি বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করে বলেন,এ ধরনের পরিবর্তনের বদলে প্লাটফর্মটিতে হয়রানির মতো বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় সেদিকেই নজর দেওয়া উচিত।
এর আগে টুইট পোস্টের অক্ষর সীমা দ্বিগুণ করে ২৮০-তে নেওয়ার ঘোষণা দেয় টুইটার। এতদিন যাবৎ টুইটারে ব্যবহারকারীরা ১৪০ অক্ষরের মধ্যে পোস্ট দিতে পারতেন। চলতি বছর সেপ্টেম্বরে টুইটার এই সীমা ২৮০ অক্ষরে বাড়াতে একটি পরীক্ষা চালু করে।
তথ্য সূত্রঃ- “The Verge”