আইফোন এক্স’র স্ক্রীন অচল ঠান্ডায়
গত কিছু সপ্তাহ পূর্বে কিছু আইফোন এক্স ব্যবহারকারী অভিযোগ করেন তাদের ফোনের পর্দা শীতল তাপমাত্রায় কাজ করছে না।
শুনে অবাক হওয়ারই কথা ঠাণ্ডা আবহাওয়ায় আইফোন এক্স এর টাচ সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে,এমন সমস্যার কথা স্বীকার করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সেইসঙ্গে এই সমস্যা সমাধানে একটি সফটওয়্যার আপডেট আনার পরিকল্পনাও করেছে তারা।
গত বৃহস্পতিবার অ্যাপলবিষয়ক সংবাদ সাইট “৯টু৫ম্যাক” এর একটি নিউজে বলা হয়, “আইফোন এক্স এর এই ‘কোল্ডগেইট’ সমস্যা শূন্য ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় হবে বলে ধারণা করা হচ্ছে।” অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “কিছু নির্দিষ্ট অবস্থায় যদি পরিবেশের তাপমাত্রা হঠাৎ পড়ে যায়, আইফোন এক্স সাময়িকভাবে ব্যবহারকারীর দেওয়া ইনপুটে সাড়া দিতে অক্ষম হয়ে যায়।”
কবে নাগাদ ‘কোল্ডগেইট’ ত্রুটি সমাধান হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেয়নি অ্যাপল।
তথ্য সূত্রঃ- “Times Now”