গুগল’র বায়ু দূষণরোধে পদক্ষেপ
গুগল আর্থ বা এক কথায় বলা যায় গুগল পৃথিবী। গুগল আর্থ প্রথম তৈরি করেছিল ‘কীহোল ইঙ্ক’ নামের একটি কোম্পানি।২০০৪ সালে গুগল এটি কিনে নেয়। সম্প্রতি জানা যায়,বায়ু দূষণ রোধে সহায়তার জন্য প্রকৃতিগত প্রযুক্তি নিয়ে কাজ করে চলা সংস্থা “একলিমা”র সঙ্গে হাত মিলিয়েছে গুগল আর্থ।
গুগল আর্থের আউটরিচ প্রোগ্রাম ম্যানেজার কেরিন টুকেন বেটম্যান জানান,
বায়ুর স্বচ্ছতা নিয়ে যারা কাজ করেন বা বিজ্ঞানীরা এই তথ্য হাতে পেলে উপকৃত হবেন। তারাই সরকার, প্রশাসনকে সতর্ক করতে পারবেন বা এর সমাধানসূত্র বের করতে পারেন। তাঁর মতে, এই তথ্য হাতে পেলে আরও ভালভাবে দূষণ মোকাবিলা সম্ভব। দুই সংস্থা মিলে যা যা ডেটা সংগ্রহ করছে, বিজ্ঞানীরা যাতে তার সবটা পান, সেই সব বন্দোবস্ত রাখা হচ্ছে। তবে আপাতত অ্যামেরিকার ক্যালিফোর্নিয়াতেই এই কাজ শুরু হলেও, আগামীদিনে আরও বিভিন্ন এলাকায় এই কাজ চলবে।