প্রতিবেদন

ঢাকার জ্যাম জানাবে গুগল ম্যাপ

সার্চ জায়েন্ট গুগল তাদের ম্যাপ সেবার মাধ্যমে এখন থেকে ঢাকার রাস্তার যানজটের আপডেট পাওয়া যাবে। পৃথিবীর উন্নত দেশের মত ঢাকার রাস্তার খবর দেবে গুগল ম্যাপ।

সম্প্রতি গুগল লোকাল গাইড থেকে এই তথ্যটি জানা যায়। গুগল ম্যাপে নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা রাজধানীর কোন রাস্তায় কেমন জ্যাম রয়েছে তা জানতে পারবে। যানবাহনের গতি কেমন সেই সম্পর্কে ধারণা পাবে। ফাঁকা সড়ক সম্পর্কেও জানতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা নিদিষ্ট গন্তব্যে যেতে সুবিধা হবে।

তবে বর্তমানে এই সেবাটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার আপডেট দিবে। ধীরে ধীরে অন্য সকল সড়ক যুক্ত করা হবে।

এই ফিচারের মাধ্যমে রাস্তা আপডেট জানতে ম্যাপের মেনু থেকে ট্রাফিক অপশনটি চালু করতে হবে।

ঢাকার জ্যাম জানাবে গুগল ম্যাপ 2

ঢাকার জ্যাম জানাবে গুগল ম্যাপ 3

এরপর রাস্তাগুলোর উপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রং এর কিছু রেখা দেখতে পাওয়া যাবে।

ঢাকার জ্যাম জানাবে গুগল ম্যাপ 4

নোটিফিকেশনের মাধ্যমে রাস্তার আপডেট জানাতে থাকবে গুগল ম্যাপ।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।