সর্বশেষ টেক নিউজ

স্যামসাংয়ের নতুন প্রসেসর

সম্প্রতি একটি ব্লগ পোস্টে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং জানায়,

“এক্সিনস ৯ সিরিজের ৯৮১০ স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর। তৃতীয় প্রজন্মের পরিবর্তিত সিপিইউ কোর, আপগ্রেডেড জিপিইউ এবং ৬সিএ সমর্থন করে এমন প্রথম এলটিই মডেম রয়েছে এতে।”

দ্বিতীয় প্রজন্মের ১০ ন্যানোমিটার প্রসেসর প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এক্সিনস ৯৮১০। সামনের বছর গ্যালাক্সি এস ৯ ডিভাইসে চিপটি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাংয়ের এক্সিনস ৯ সিরিজের প্রথম প্রসেসর ৮৮৯৫-এর পরের সংস্করণ হলো ৯৮১০। বর্তমানে গ্যালাক্সি এস ৮ ও নোট ৮-এ এক্সিনস ৮৮৯৫ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

নতুন চিপটি ১.২ জিবিপিএস গতিতে ডাউনলোড করতে পারবে বলে জামায় স্যামসাং।

তথ্য সূত্রঃ- “Samsung NewsRoom”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।