সর্বশেষ টেক নিউজ

এক মাউসেই চলবে তিনটি কম্পিউটার

যুগের সাথে তাল মিলিয়ে চলা প্রযুক্তি যেনো ক্রমেই মানুষের খুব কাছে চলে যাচ্ছে। এতোদিন আমরা একটি মাউসে একটি কম্পিউটার ব্যবহার করতাম। তবে এখন থেকে এক মাউসের সাহায্যেই চলবে তিনটি কম্পিউটার।

এবার বাজারে এলো নতুন রাপু ওয়্যারলেস ট্রাই মোড মাউস যার মডেল এমটি ৭৫০। নতুন এবং অত্যাধুনিক এই মাউসে রয়েছে ট্রাই মোড। নতুন এই প্রযুক্তিতে ৩টি মোড (ওয়্যারলেস ২.৪ জি / ব্লুটুথ ৩.০ / ব্লুটুথ ৪.০) ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে একই সঙ্গে ৩টি ডিভাইসে কাজ করা যাবে।

এতে আরও রয়েছে লেজার সেন্সর এবং ৯টি বোতামের শক্তিশালী ফাংশনও। শুধু তাই নয়, ৪৫০ এম এ এইচ লিথিয়ান ব্যাটারি সমৃদ্ধ এই নতুন মাউসটি রিচার্জেবল। একবার চার্জ করলেই যা চলবে এক মাস। এতে রয়েছে ১০ মিটার ওয়্যারলেস রেঞ্জ ও ৬০০–৩২০০ ডিপিআই এডজাস্টমেন্ট সুবিধাও। এছাড়াও মাউসটি দিচ্ছে আরামদাযক আকৃতি এবং মেটালিক অনুভুতি।

তথ্য সূত্র :- “Engadget”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।