গেমসসর্বশেষ টেক নিউজ

হ্যারি পটার এর কাহিনী নিয়ে গেইম

ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ হলো হ্যারি পটার। সম্প্রতি হ্যারি পটার-ভক্তদের জন্য এক সুখবর নিয়ে হাযির হলো জনপ্রিয় পোকেমন গো গেমটির নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিক ল্যাবস। গত বৃহস্পতিবার গেম নির্মাতা প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

হ্যারি পটারের গেমটি তৈরিতে ওয়ার্নার ব্রোস ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট ও সানফ্রান্সিসকোর ওয়ার্নার ব্রোস গেমসের সঙ্গে যৌথভাবে কাজ করছে। নিয়ানটিক ল্যাবসের পক্ষ থেকে বলা হচ্ছে, গেমাররা জাদু শিখতে এবং চারপাশে অভিযান চালাতে পারবেন। গেমে ভয়ংকর সব শত্রুর মোকাবিলা করতে হবে। শক্তিশালী শত্রুকে হারাতে অন্যদের সঙ্গে দল গঠন করার সুযোগ থাকবে।

গেমটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে ঘোষণা এখনো দেয়নি প্রতিষ্ঠানটি। নিয়ানটিক ল্যাবসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ২০১৮ সালে গেমটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাবে তারা।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।