রেকর্ড বিক্রি করছে আলিবাবা ১দিনে
চাইনিজ ই-কমার্স সাইট আলিবাবা একদিনে রেকর্ড পরিমাণে পণ্য বিক্রি করেছে। এর পরিমাণ ছিল ২৫.৩ বিলিয়ন ডলার।
এই রেকর্ডের পিছনে কারণ হলো গত শনিবারে বিভিন্ন পণ্যের উপর ছাড়। বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে আলিবাবার পণ্য কেনা যায়। শনিবার মাত্র ১৩ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়েছে ১৮ বিলিয়ন ডলারের পণ্য।
এত পরিমাণে পণ্য বিক্রি হওয়ায় আলিবাবা গ্রুপ গালা ইভেন্টের আয়োজন করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখবে। ইভেন্ট হলিউড তারকা নিকোল কিডম্যান ও র্যাপার ফারেল উইলিয়ামসকে আনার পরিকল্পনা করেছে আলিবাবা কর্তৃপক্ষ।
তবে ইভেন্টটি কবে অনুষ্ঠিত হবে তা জানা যায়নি। অনুষ্ঠানটি বিদেশের মাটিতে আয়োজন করা হবে বলে জানিয়েছে আলিবাবা কর্তৃপক্ষ।