জিওনি এস১১ এর তথ্য ফাঁস
জিওনির নতুন ফোন এস১১ এর একের পর এক তথ্য অনলাইনে ফাঁস হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠনটি ফোনের ব্যাপারে কিছু না জানালেও অনলাইনে ঠিকই তথ্য ফাঁস হচ্ছে।
সম্প্রতি এই ফোনটির ছবি ফাঁস করেছে গিজচায়না ওয়েবসাইটে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায় ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এতে থাকছে ৬ জিবি র্যাম এবং এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। এতে অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ছবি তোলার জন্য পিছনে রয়েছে ডুয়েল ১৬+৮ মেগাপিক্সেলের ক্যামেরা। যা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি তোলার জন্য রয়েছে ২০+৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা।
এই ফোনটিতে কোনো ধরণের ফিজিক্যাল হোম বাটন ব্যবহার করা হয়নি। গোল্ড, ব্লু ও পিংক রঙে পাওয়া যাবে ফোনটি। প্রতিষ্ঠানটি এখনো এই ব্যাপারে কিছু জানায়নি। ২৬ নভেম্বর ফোনটি উন্মোচন করা হবে তখনই ফোনটি নিয়ে সকল তথ্য জানা যাবে।