সর্বশেষ টেক নিউজ

গুগলের পিক্সেল বাডস

সম্প্রতি গুগল তারবিহীন হেডফোন ‘পিক্সেল বাডস’-এর প্রথম চালান সরবরাহ শুরু করেছে।

অক্টোবরে পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল এবং র্ট স্পিকার গুগল হোম-এর সঙ্গে পিক্সেল বাডস ওয়্যারলেস হেডফোনটি উন্মোচন করে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। পিক্সেল ২ ইতোমধ্যে বাজারে এলেও এখন পর্যন্ত গ্রাহকের হাতে পৌঁছায়নি পিক্সেল বাডস। চলতি সপ্তাহেই এটি বাজারে আসবে বলে জানানো হয়েছে।

গুগল ট্রান্সলেট-এর মাধ্যমে রিয়েল-টাইমে ভাষার অনুবাদ করতে পারে পিক্সেল বাডস। হেডফোনের সঙ্গে একটি কেইস রয়েছে। কেইসের মধ্যে থাকা ৬২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এক চার্জে এটি কয়েকবার চার্জ করা যাবে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

হেডফোনটি ব্যবহার করতে স্মার্টফোনের অ্যান্ড্রয়েড সংস্করণ মার্শমেলো বা তার পরের সংস্করণ হতে হবে। চলতি মাসেই হেডফোনটি বাজারে আনার অঙ্গীকার করেছিল গুগল। পিক্সেল বাডস-এর মূল্য সম্পর্কে বলা হয়েছে ১৫৯ মার্কিন ডলার।

তথ্য সূত্রঃ- “The Verge”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।