বাংলায় গুগল অ্যাডসেন্স উদ্বোধন ৪ ডিসেম্বর

সার্চ জায়েন্ট গুগল সম্প্রতি বাংলা ভাষার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স যুক্ত করেছে। গুগল অ্যাডসেন্স হলো গুগল অ্যাড নেটওয়ার্কের অংশ। ওয়েবসাইটের মালিক গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে অর্থ আয় করে থাকে। 

গত ২৬ সেপ্টেম্বর গুগল অ্যাডসেন্সে বাংলা ভাষা যুক্ত করেছে। এবার আনুষ্ঠানিক ভাবে ঢাকায় এটির উদ্বোধন করা হবে। একটি তথ্য থেকে জানা গেছে, পাঁচ তারকা হোটেলে এটির উদ্বোধন করবে গুগল। এর বাংলা ভাষার ওয়েবসাইটে গুগলের অ্যাড ব্যবহার করা যাবে।

২০০৩ সালে গুগল অ্যাডসেন্স সেবা চালু হলেও এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিল বাংলা ভাষার সাইটগুলো। এই সেবা চালু হওয়ার ফলে অনেক লাভবান হবে বাংলাদেশি সাইটগুলো। বাংলা সাইটগুলোর অনেক উন্নতি সাধন হবে।

বিশ্বের প্রায় দেড় কোটি সাইটে অ্যাডসেন্স ব্যবহার করা হয়। বাংলা ভাষা যুক্ত হওয়ায় এর পরিমাণ আরো অনেক বাড়বে। সাইটের মালিকরাও লাভবান হবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

One thought on “বাংলায় গুগল অ্যাডসেন্স উদ্বোধন ৪ ডিসেম্বর

  • ডিসেম্বর 22, 2018 at 4:19 অপরাহ্ন
    Permalink

    ধন্যবাদ ! খবরটি আমার জানা ছিলনা।

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।