ঢাকায় চালু হলো উবারমটো
বিশ্ববিখ্যাত ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবার ঢাকায় চালু করেছে মোটর সেবা। এই সেবার নাম দেওয়া হয়েছে উবারমটো। আজ এই রাইডের যাত্রা শুরু হয় এবং এর প্রথম রাইড নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি এই প্রসঙ্গ বলেছেন, উবারমটো’র প্রথম রাইড নিয়ে আমি খুব খুশি। যানজটে বসে না থেকে দ্রুত চলে আসতে পারলাম গন্তব্যে। এমনকি, পার্টনার আমাকে হেলমেট পড়তেও উৎসাহিত করেছে।
উবারমটোতে রাইড নিতে হলে প্রতি মিনিটে ১ টাকা করে গুনতে হবে। এর বেইস ফেয়ার ৩০ টাকা। প্রতি কি.মি. ভাড়া ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশি রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে উবারমটোর। এছাড়া স্যাম, মুভ, বাহন তো আছেই।