সর্বশেষ টেক নিউজ

হ্যাকার দল বানালো ডাচ কেন্দ্রীয় ব্যাংক

সম্প্রতি নেদারল্যান্ডস এর কেন্দ্রীয় ব্যাংক তাদের ব্যাংকের সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা ও উন্নত করতে একটি হ্যাকার দল গঠন করেছে ।

জানা যায়, বিভিন্ন সময়ে দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালাবে এই হ্যাকার দল। এতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা বের হবে। আর এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হবে।

ডাচ কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন ও কাঠামো প্রধান পেত্রা হিলকেমা বলেন,

“ব্যাংক, মার্কেট এবং ক্লিয়ারিং হাইজগুলোতে গোপনে হামলা চালাবে হ্যাকার দলটি।”

হামলা চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে বলেও প্রতিবেদনে বলা হয়। খুব শীগ্রই এ প্রকল্পের জন্য নীতিমালা প্রকাশ করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

তথ্য সূত্রঃ- “Reuters”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।