সর্বশেষ টেক নিউজ

ম্যালওয়ার ও তথ্য চুরির দায় ইউসি ব্রাউজারে

গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ব্রাউজার ইউসি ব্রাউজার অ্যাপ। ইউসি ব্রাউজারের ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের লিংকে ক্লিক করলে প্লে স্টোর থেকে একটি বার্তা দেখানো হয়। এতে লেখা আছে,

 “আমরা দুঃখিত। আপনার অনুরোধ করা ইউআরএলটি সার্ভারে পাওয়া যায়নি।”

দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়,

 “ভারতে ১০ কোটিরও বেশি গ্রাহক নিয়ে মোবাইল ব্রাউজার হিসেবে গুগল ক্রোমকে টপকে শীর্ষস্থানে যাওয়ার কিছুদিন পরই রহস্যজনকভাবে এই ব্রাউজারকে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গুগলের মোবাইল স্টোর থেকে সব মিলিয়ে ৫০ কোটি বার ডাউনলোড হওয়ার মাইলফলক অতিক্রমের পরপর এটিকে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল। কিন্তু এটি কেন করা হলে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।“

ইউসি ব্রাউজার সঙ্গে কাজ করা মাইক রস নামের এক টুইটার ব্যবহারকারী তার টুইটে বলেন,

ম্যালওয়ার ও তথ্য চুরির দায় ইউসি ব্রাউজারে 2“আমি ইউসি ব্রাউজারের জন্য কাজ করি, আমি আজ সকালে একটি ইমেইল পাই। এতে বলা হয় সাময়িকভাবে ৩০ দিনের জন্য প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরানো হয়েছে কারণ ইনস্টলের সংখ্যা বাড়াতে এতে ‘বিভ্রান্তিকর’ ও ‘ক্ষতিকর’ প্রচারণা কৌশল ব্যবহার করা হয়।”

 

 

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।