সর্বশেষ টেক নিউজ

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ তে সোফিয়াকে আমন্ত্রণ

“সোফিয়া” মানুষের মত দেখতে রোবট যেটি তৈরি করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস। তাকে নকশা করা হয় অভিনেত্রী অড্রে হেপবার্ন এর মত করে।

২০১৭ সালের অক্টোবরে সোফিয়া সৌদি আরবের নাগরিক হয়। সোফিয়াই প্রথম রোবট যে কোন দেশের নাগরিকত্ব লাভ করে।

সম্প্রতি সোফিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে আসার জন্য। আগামী ৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’। পঞ্চমবারের মতো আয়োজিত ওই উৎসবেই আমন্ত্রণ জানানো হয়েছে রোবট সোফিয়াকে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন,

‘দুইবার অস্কার জয়ী সফটওয়্যার প্রকৌশলী নাফিস বিন জাফর ও রোবট সোফিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এদের কেউ আসার সিদ্ধান্ত জানায়নি।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।