প্রতিবেদনসর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

ফেসবুকে এলো ‘ট্রাস্ট ইনডিকেটর’

বিগত বছর ফেসবুকে ভুয়া সংবাদ প্রচারণা নিয়ে তীব্র সমালোচনা হয়। এমন কি মার্কিন নির্বাচন নিয়েও বিতর্ক সৃষ্টিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠে সামাজিক যোগাযোগ এই জনপ্রিয় সাইট এর বিরুদ্ধে।

ইতোমধ্যেই এটি ঠেকাতে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এবার গ্রাহকদের আশ্বস্ত করতে এতে নতুন আইকন যোগ করেছে ফেইসবুক। ‘ট্রাস্ট ইনডিকেটর’ নামের একটি আইকন যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

অ্যামেরিকার বিখ্যাত টেকনোলোজি সাইট “দা ভার্জ” এর একটি প্রতিবেদনে জানা যায়,

ফেইসবুক পোস্টের সঙ্গে একটি ‘ট্রাস্ট ইনডিকেটর’ রাখা হবে। এর মাধ্যমে প্রকাশকের তথ্য, তাদের রীতিনীতি, ফ্যাক্ট-চেকিং এবং সংশোধন নীতিমালা এবং তাদের মালিকানা দেখতে পাবেন। প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র সংখ্যক প্রকাশক দল নিয়ে ফিচারটি চালু করা হলেও পরবর্তীতে এটি বাড়ানো হবে।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়,

 “আমার বিশ্বাস করি গ্রাহককে গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে আমরা তাদের সহায়তা করতে পারি যে প্রকাশিত অনুচ্ছেদটি কোনো বিশ্বাযোগ্য প্রকাশকের কি-না এবং অনুচ্ছেদটি আস্থা রাখার মতো কি-না। ফেইসবুকে ভুয়া তথ্য এবং ভুয়া সংবাদ ছড়ানো বন্ধ করতে আমাদের বড় যুদ্ধের এটি একটি অংশ।”

 

তথ্য সূত্রঃ- “The Verge”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।