অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনসর্বশেষ টেক নিউজ

এক অ্যাপেই এফডিসির সব খবরাখবর

দেশীয় আইটি প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড সম্প্রতি এফডিসি নিয়ে একটি অ্যাপ তৈরি করে।

এফডিসির বিষয়ে মানুষের জানার আগ্রহ অনেক। এই প্রতিষ্ঠানটির অনেক তথ্যই এখন পাওয়া যাচ্ছে মাত্র একটি মোবাইল অ্যাপ্লিকেশনে। স্মার্টফোনভিত্তিক এই অ্যাপটির নামকরণ ও করা হয়েছে “এফডিসি” নামে।

অ্যাপটিতে এফডিসি-সম্পর্কিত বিভিন্ন তথ্যের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিস্তারিত তথ্য রয়েছে। এফডিসিতে ছবির শুটিং করতে হলে কী করণীয়, কত খরচ—সব তথ্য জানা যাবে এই অ্যাপ থেকে।

জানা যায়, নয়টি বিষয় নিয়ে অ্যাপটি সাজানো হয়েছে। বিষয়গুলো হলো,

০১। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির পরিচয়,

০২। দেশব্যাপী সিনেমা হলের ঠিকানা,

০৩। এফডিসির বিভিন্ন সেবা,

০৪। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নাম,

০৫। এফডিসিতে যাওয়ার জিপিএস ঠিকানা,

০৬। চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাওয়ার আবেদন ফরম,

০৭। সিটিজেন চার্টার,

০৮। ভিডিও গ্যালারি ও

০৯। এফডিসির কর্মকর্তাদের তালিকা।

 

এমসিসি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আশ্রাফ আবির বলেন,

অ্যাপটিকে আধুনিক ও ব্যবহারোপযোগী করতে হলে আরও কিছু কাজ করতে হবে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।