ফেসবুক’র ভিডিও ক্রিয়েটর’স
ইউটিউব থেকে ভিডিও নির্মাতাদেরকে দূরে সরিয়ে দেওয়ার সর্বশেষ প্রচেষ্টা চালাচ্ছে ফেসবুক। ফেসবুক তাদের জন্য একটি ভিডিও অ্যাপ প্রকাশ করেছে। এটি ফেসবুক ক্রিয়েটর নামে পরিচিত। অ্যাপটির সাহায্যে ভিডিও নির্মাতারা আসল ভিডিও তৈরি, বিশেষ ফিচারসহ ফেসবুক লাইভ ও কমিউনিটির সঙ্গে যোগাযোগ করার সুবিধা পাবেন।
জানা যায়, অ্যাপটি আপাতত আইওএস প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে ফেসবুক। খুব দ্রুতই এটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্যও ছাড়া হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
গত শুক্রবার ফেসবুক ভিডিওর পণ্য ব্যবস্থাপক ‘ক্রিস হ্যাটফিল্ড’ এক পোস্টে জানান,
ফেসবুকে ভিডিও নির্মাতারা ২০০ কোটির বেশি ফ্যান ও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে, তাদের মতামত জানতে, লাইভে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে ও অর্থ আয় করার সুযোগ পাবেন।
তথ্য সূত্রঃ- ” The Verge”