দেশের বাজারে আইলাইফের নতুন ল্যাপটপ
মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইলাইফের নতুন ল্যাপটপ দেশের বাজারে উন্মোচন হয়েছে। এর মডেল হলো জেড এয়ার এইচ। আইলাইফের বাংলাদেশের পরিবেশক হলো সুরভী গ্রুপ।
ল্যাপটপটিতে রয়েছে ১৪.১ ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক। ২জিবি ডিডিআর থ্রি র্যাম এবং পাওয়ারফুল ইন্টেল প্রসেসর। এতে ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
এতে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে ওয়াই ফাই কানেক্টিভিটি, ২টি ইউএসবি পোর্ট টু, মাইক্রো এইচডি এমআই ও এসডি কার্ড পোর্ট রয়েছে। এটি দেখতে স্লিম ও এর ওজন হালকা।
এতে ৯ হাজার ৬০০ এমএএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি ৭-৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। এর দাম ১৯ হাজার ৮৯৯ টাকা। ল্যাপটপটি কিস্তিতে কিনতে পারবেন।