উবার পাঠাও বন্ধের দাবীতে ধর্মঘট আহবান
সম্প্রতি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উবার-পাঠাওসহ অন্যান্য অ্যপভিত্তিক পরিবহনসেবা প্রতিষ্ঠান বন্ধসহ ৮ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
গত বছরের শেষের দিকে বহুজাতিক ট্যাক্সিসেবা প্রতিষ্ঠান উবার ঢাকায় যাত্রা শুরু করে। এ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোর থেকে এ্যাপটি বিনামূল্যে নামানো যায়। এমনিভাবে আস্তে আস্তে আসতে থাকে পাঠাও সহ আরো বিভিন্ন অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল জানান,আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে ৪৮ ঘণ্টা এই ধর্মঘট পালন করা হবে।
তার দেয়া তথ্য অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আট দফা দাবি হলো গুলো হলো-
১। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করা মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা প্রতিস্থাপন।
২। ঢাকায় চালকদের নামে পাঁচ হাজার এবং চট্টগ্রামে চার হাজার অটোরিকশা বিতরণ।
৩। উবার, পাঠাওয়ের মতো অ্যাপনির্ভর পরিবহন সেবা বন্ধ করা।
৪। খসড়া পরিবহন আইন থেকে ‘শ্রমিক স্বার্থবিরোধী’ ধারা বাতিল।
৫। ড্রাইভিং লাইসেন্স নবায়নে ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা।
৬। অননুমোদিত পার্কিংয়ের জন্য মামলা না করা।
৭। চালকদের ‘হয়রানি’ বন্ধ করা।
৮। নিবন্ধিত অটোরিকশা চালকদের ঢাকা জেলার সব জায়গায় চলাচলের অনুমতি দেয়া।