শিশুদের স্মার্টওয়াচ নিষিদ্ধ
জার্মানি এর টেলিযোগাযোগ সংস্থা, বুন্দেসনেটজেন্টার, শিশুদের জন্য স্মার্টওয়াচ নিষিদ্ধ করেছে, এবং সে গুলো ধ্বংস করার জন্য বাবা-মা দের কে অনুরোধ করেন।
পেন টেস্ট পার্টনারস-এর নিরাপত্তা বিশেষজ্ঞ কেন মুনরো বলেন,
এই সিদ্ধান্ত ইন্টারনেটযুক্ত ডিভাইসের জন্য ‘গেইম-চেঞ্জার’ হতে পারে। তিনি আরও বলেন, “কম সুরক্ষিত স্মার্ট ডিভাইসগুলো গোপনীয়তার জন্য প্রায়ই হুমকি হতে পারে। এটি তখন সত্যিই চিন্তার বিষয় যখন শিশুদের জিপিএস ট্র্যাকিং ওয়াচের কথা বলা হয়, যে ওয়াচগুলো তাদের নিরাপদ রাখতে সহায়তা করার কথা।”
ইন্টারনেটে এ ধরনের স্মার্টওয়াচ বিক্রি করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছেন।
তথ্য সূত্রঃ- “The Verge”