সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

অ্যাপ ইনভাইট পাঠানো বন্ধ করছে ফেসবুক

সম্প্রতি সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমানোর জন্য ফেসবুক বিভিন্ন অ্যাপ বা গেম খেলার আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দিচ্ছে।

গত সপ্তাহে ফেসবুকের ডেভেলপার্স ব্লগের একটি পোস্টে অ্যাপের আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দেয়ার খবরটি জানানো হয়।

নতুন রুপের ফেসবুকে কাউকে অ্যাপের মাধ্যমে গেম খেলার বা অন্য কোনো কিছু করার আমন্ত্রণ পাঠানো যাবে না। বর্তমানে ফেসবুকের পুরাতন ভার্সনে অ্যাপের আমন্ত্রণ পাঠানো গেলেও ২০১৮-এর ফেব্রুয়ারিতে এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অ্যাপের আমন্ত্রণ পাঠানো সর্বোচ্চ বিরক্তিকর অবস্থায় পৌঁছানোর পর সেটি ব্লক করারও একটি অপশন চালু করেছিল ফেসবুক। অ্যাপের নোটিফিকেশন পাওয়াটাই শুধু বিরক্তিকর না,ফেসবুকের অ্যাপের মাধ্যমে ভাইরাসও ছড়ানো হয়। বিভিন্ন গেমের অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যপকভাবে চুরি করা হয়।

অ্যাপের আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দিয়ে ফেসবুক ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য কিছুটা হলেও নিরাপদ করার একটি ভাল পদক্ষেপ নিল।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।