মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

আইফোনে ডুয়েল সিম

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল কোম্পানি আইফোনে ডুয়েল সিম সুবিধা যুক্ত করতে যাচ্ছে বলে জানা যায়।

জানা যায়, আইফোন এক্স এর পর ২০১৮ সালের আইফোন হবে আরও বেশি উন্নত ও সুন্দর ডিজাইনের। সেই সঙ্গে যুগ অনুযায়ী গ্রাহক চাহিদা মিটাতে থাকবে ডুয়েল সিম ব‍্যবহার করার সুবিধা।

অ্যাপল ডুয়েল সিম সুবিধা দিতে আইফোনে ব‍্যবহার করতে পারে ইন্টেলের ৫জি মডেম। গুঞ্জন উঠেছে, অ্যাপল ও ইন্টেল ইতোমধ‍্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

তাইওয়ানভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক "মিং-সি কুয়ো" এ তথ্য জানিয়েছেন।  

স্যামসাং, শাওমি, হুয়াওয়েসহ অন্যান্য ব্র্যান্ডগুলোর অনেক ফোনে ডুয়েল সিম সুবিধা থাকলেও আইফোনে নেই। তাই ভক্তদের অনেক দিনের দাবি অ্যাপল যেন ডুয়েল সিম সুবিধা যুক্ত করে। হয়ত এতদিন পরে ভক্তদের দাবি মানতেই অ্যাপল এই ব্যাপারে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

তথ্য সূত্রঃ- “NDTV”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

One thought on “আইফোনে ডুয়েল সিম

  • thanks to share your idea ….. please help me to rank my site ajkerbill.com
    how can i ran first my site give info please

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।