স্যামসাং’র “গ্যালাক্সি এক্স” ফোন
“আইফোন এক্স” সমগ্র বিশ্বে অভিনব সাড়া ফেলা এক ফোন। তাই ‘এক্স’ নামটি শুনে যাঁরা ভাবছেন, স্যামসাং হয়তো অ্যাপলের আইফোন এক্সের নকল করছে, তাঁদের ধারণা ঠিক নয়। আইফোন এক্স বাজারে আসার আগে থেকেই স্যামসাংয়ের নতুন ওই স্মার্টফোন নিয়ে গুঞ্জন রয়েছে।
“গ্যালাক্সি এক্স” হতে পারে স্যামসাংয়ের প্রথম নমনীয় প্রযুক্তির বা ভাঁজ করে রাখা যায়—এমন স্মার্টফোন।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রদর্শনীতে ভাঁজ করার সুবিধাযুক্ত মোবাইল পণ্য দেখিয়েছে স্যামসাং। কিন্তু এ ধরনের স্মার্টফোন বাজারে ছাড়ার জন্য কখনো প্রস্তুত ছিল না স্যামসাং। গ্যালাক্সি এক্স হতে যাচ্ছে স্যামসাংয়ের প্রথম ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন।
স্যামসাংয়ের পক্ষ থেকেও এ ধরনের ফোন তৈরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্যামসাংয়ের ওয়েবসাইটের একটি পেজে ‘এসএম-জি ৮৮৮ এন০’ স্মার্টফোনটি দেখানো হয়।
তথ্য সূত্রঃ- “BGR”
এর আগেও একবার স্যামসাংয়ের পক্ষ থেকে এমন নমনীয় প্রযুক্তির বা ভাঁজ করে রাখা যায়—এমন স্মার্টফোন আনার ঘোষণা দেওয়া হয়।
পূর্বের ঘোষণা পড়তে পারেন এই লিঙ্ক এ……http://techmasterblog.com/28182/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%9f-%e0%a7%af-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be