প্লে ষ্টোরে ফিরলো ইউসি ব্রাউজার
গুগল প্লে স্টোর থেকে সরানোর এক সপ্তাহের বেশি সময় পর প্লে স্টোরে ফেরানো হয়েছে ইউসি ব্রাউজার।
গত বুধবার আলিবাবা গ্রুপ মালিকানাধীন ইউসি ব্রাউজার এর পক্ষ থেকে বলা হয় প্লে স্টোরে ইউসি ব্রাউজারের নতুন সংস্করণ আনা হয়েছে। অ্যাপটি সরানোর সময় গুগল প্লে ষ্টোর জানায়,তথ্য নিরাপত্তার কারণেই বাদ দেওয়া হয়েছে ইউসি ব্রাউজার।
নতুন সংস্করণ আনার পর ইউসি ব্রাউজার এক বিবৃতিতে জানায়, গুগল প্লে’র নীতিমালা `কঠোরভাবে মেনে’ প্রযুক্তিগত সেটিংস আপডেট করা হয়েছে। তাঁদের পক্ষ থেকে আরো বলা হয়, “প্লে স্টোরে ইউসি ব্রাউজারের অনুপস্থিতির সময় আমরা এর প্রযুক্তিগত সেটিং পর্যবেক্ষণ করেছি। এ সময় আমরা পণ্যটির জন্য গ্রাহকের আবেগও দেখেছি। এ সময় তারা বিকল্প হিসেবে ইউসি ব্রাউজার মিনি ব্যবহার করেছেন এবং প্লে স্টোরের ‘বিনামূল্যের অ্যাপ’ শ্রেণির শীর্ষে নিয়ে গেছেন।”