স্মার্টফোন এর লোকেশন ট্র্যাক করে গুগল
লোকেশন সেবা বন্ধ থাকলে এবং সিম কার্ড না থাকলেও অ্যান্ড্রয়েড স্মার্টফোন গ্রাহকের অবস্থানের তথ্য জানতে পারে গুগল।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন গ্রাহকের অবস্থানের তথ্য সংগ্রহ করে তা গুগলের কাছে পাঠাচ্ছে বলে সম্প্রতি স্বীকার করেছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।
একটি প্রতিবেদনে জানা যায়,
“যদিও আপনি সবগুলো সতর্ক ব্যবস্থা নিয়ে থাকেন, আন্ড্রয়েড সফটওয়্যার আপনার অবস্থানের তথ্য জোগাড় করে এবং ইন্টারনেটে সংযুক্ত হলে তা গুগলের কাছে পাঠায়।”
গুগলের এক মুখপাত্র বলেন,
“চলতি বছরের জানুয়ারিতে আমরা সেল আইডি কোডের ব্যবহার শুরু করি যাতে বার্তা প্রদানের গতি এবং কর্মক্ষমতা বাড়ে।”
নিকটস্থ মোবাইল টাওয়ার থেকে অ্যান্ড্রয়েড ফোনগুলো তথ্য জোগাড় করে থাকে এবং সেগুলো গুগলের কাছে পাঠানো হয় বলে প্রতিবেদনে বলা হয়।
জানা যায়, ব্যবহারকারী যদি তার ডিভাইসটি ফ্যাক্টরি রিসেটও করে থাকেন তবুও এই তথ্য জোগাড় করা হয়।
তথ্য সূত্রঃ- “Theguardian”