মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

“আইফোন এসই২” আসছে কম দামে

সম্প্রতি একটি প্রতিবেদনে জানা যায়, ২০১৮ সালের প্রথমদিকে অপেক্ষাকৃত কম দামের নতুন আইফোন আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।

আইফোন এসই ২ নামের এই আইফোনের দাম হবে প্রায় সাড়ে চারশ’ ডলার। ক্রমবর্ধমান বাজারের দিকে লক্ষ্য রেখে এই আইফোন আনা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে বলা হয়, আইফোন এসই২ বর্তমানে বাজারে থাকা আইফোন এসই-এর জায়গা নেবে। অপেক্ষাকৃত কম দামে আইফোন ব্যবহারকার করতে চান আর ছোট পর্দার ভক্ত এমন ব্যবহারকারীদের জন্য আইফোন এসই বানানো হয়েছিল।

আইফোন এসই ২-তে যাতে অ্যাপলের আইওএস ১১ অপারেটিং সিস্টেম চলে সেজন্য এতে আরও ক্ষমতাধর প্রসেসর ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

তথ্য সূত্রঃ- “Techradar”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।