সর্বশেষ টেক নিউজ

টুইটারে বুকমার্ক সেবা “সেইভফরলেটার”

সম্প্রতি অবসর সময়ে টুইট পড়ার সুবিধার্থে ‘বুকমার্কস’ ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার।

এই ফিচারের মাধ্যমে গ্রাহক ব্যক্তিগতভাবে টুইট ফ্ল্যাগ করে রাখতে পারবেন। ফলে যখন তাদের সময় হবে তখন এই টুইটগুলো পড়তে পারবেন বলে জানা যায় একটি প্রতিবেদনে প্রতিবেদনে।

 

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইটটির পক্ষ থেকে বলা হয়,

টুইট মজুদ করে রাখার জন্য তারা একটি বুকমার্কিং ফিচার তৈরি করছে।

 

প্রতিষ্ঠানের পণ্য বিভাগের প্রধান কিথ কোলম্যান বলেন, #সেইভফরলেটার নামের নতুন ফিচারটির কাজ হচ্ছে।

 

টুইটারে বুকমার্ক সেবা "সেইভফরলেটার" 2টুইটারের পণ্য নকশাকারী টিনা কোয়ামা বলেন,

“#সেইভফরলেটার দলের পক্ষ থেকে সংবাদ! আমরা নতুন ফিচারকে ‘বুকমার্কস’ ডাকার সিদ্ধান্ত নিয়েছি, কারণ কনটেন্ট মজুদ করার ক্ষেত্রে এটি সাধারণভাবে ব্যবহৃত নাম এবং এটি ন্যাভিগেশনের অন্যান্য ফিচারের সঙ্গে  ভালোভাবে মানানসই”।

 

তথ্য সূত্রঃ- “The Verge”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।