প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

ঢাকায় ল্যাপটপ মেলা

রাজধানীতে আবারো শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। এক্সপো মেকারের আয়োজনে এ মেলা চলতি বছরের ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে তিন দিনের এ প্রদর্শনী মেলার উদ্বোধন হবে। শেষ হবে ১৬ ডিসেম্বর।

জানা যায়, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৯তম ল্যাপটপ মেলা।

এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও নকশার ডিভাইসগুলো নিয়ে হাজির হবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপের পাশাপাশি আনুষাঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাবে এতে। মেলায় সব ধরনের পণ্যে বিশেষ ছাড় ও উপহার থাকবে।

মেলায় থাকছে একটি মেগা-প্যাভিলিয়ন, পাঁচটি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪ মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।