টুইটার ফেসবুক বন্ধ ফের চালু
ফায়জাবাদ আন্দোলনকারীদের ঠেকাতে পাকিস্তান সরকার ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে রাখে।
২৪ ঘন্টা পরে এই সাইটগুলো আবারও খুলে দেওয়া হয়।
পাকিস্তানে দেশটির সরকার টুইটারের সেবা বন্ধ করে দিয়েছে- নিজেদের অ্যাকাউন্ট থেকে এক টুইটে এ তথ্য প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইটটি।
টুইটারের ওই প্রতিবেদনে বলা হয়,
“আমরা জানতে পেরেছি পাকিস্তানি সরকার টুইটার ও অন্যান্য সামাজিক মাধ্যমে সেবা বন্ধে পদক্ষেপ নিয়েছে। আর এ কারণে ব্যবহারকারীরা পাকিস্তানে টুইটার ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন। আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আর এই সেবা শীঘ্রই আবারও ফিরিয়ে আনা হবে বলে আশা করছি।”
পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)-এর একজন মুখপাত্র বলেন, ওয়েবসাইটগুলো খুলে দিতে নির্দেশনা পাওয়া গেছে।