প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

হোয়াইট হাউসে নিষিদ্ধ হচ্ছে ব্যাক্তিগত ফোন

গত ফেব্রুয়ারিতে তথ্য ফাঁসের শিকার হয় ট্রাম্প প্রশাসন। ওই ঘটনার পর কর্মকর্তাদের ব্যক্তিগত মোবাইল ফোন বিভিন্ন সময়ে অপরিকল্পিতভাবে পরীক্ষা করার উদ্যোগ নেয় প্রেস সচিব শন স্পাইসার।

এবার এই ডিভাইসগুলো নিষিদ্ধ করা হলে তথ্য ফাঁসের ঝুঁকি কমবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এতে কর্মকর্তারা প্রযুক্তিগত সমস্যায় পড়তে পারেন বলে জানা যায় একটি প্রতিবেদনে । এর ফলে তারা সরকার অনুমোদিত ডিভাইসগুলোতে বার্তা পাঠাতে পারবেন না বলে জানানো হয়।

ব্লুমবার্গ জানায়,

সাইবার নিরাপত্তার কারণেই ব্যক্তিগত ডিভাইসগুলো নিষিদ্ধ করা হতে পারে। কারণ এগুলো হোয়াইট হাউসের ফোনগুলোর মতো নিরাপদ নয়।

ইতোমধ্যে হোয়াইট হাউসের ফোনেও সমস্যা দেখা গেছে। সম্প্রতি চিফ অফ স্টাফ জন কেলি’র ফোন হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয়ের সব কর্মকর্তাদের ব্যক্তিগত ডিভাইস নিষিদ্ধ করা হতে পারে।

 

তথ্য সূত্রঃ- “The Verge”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।